আজ, শনিবার ডাম্পারের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে শ্রীরামপুরে। আর এই ঘটনাকে কেন্দ্র করে হুগলির শ্রীরামপুরের পেয়ারাপুর দিল্লি রোড এলাকা রণক্ষেত্রের চেহারা নিল। এমনকী এই ঘটনার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ট্র্যাফিকের গাফিলতিতে এই পথ দুর্ঘটনা ঘটেছে। তাই বিক্ষোভ দেখানো হচ্ছে। আর তার জেরে দিল্লি রোড চত্বরে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ট্র্যাফিক পুলিশের উপর নেমে আসে ক্ষোভ। তাই ট্র্যাফিক কিয়স্ক ভাঙচুর করে, টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। রণক্ষেত্র শ্রীরামপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে ব়্যাফ।
ঠিক কী ঘটেছে শ্রীরামপুরে? স্থানীয় সূত্রে খবর, আজ শনিবার হুগলির শ্রীরামপুর পিয়ারাপুর মোনে দিল্লি রোড়ে সাইকেল আরোহী এক মহিলাকে পিষে দিয়ে চলে যায় ডাম্পার। এই ঘটনায় এলাকায় আলোড়ন পড়ে যায়। তারই প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে দিল্লি রোড় অবরোধ করেন এলাকাবাসী। রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন ওই মহিলা। কিন্তু বেপরোয়া গতিতে থাকা ডাম্পার তাঁকে পিষে দিয়ে চলে যায়। ট্র্যাফিক পুলিশ থাকা সত্ত্বেও পথ দুর্ঘটনা ঘটেছে। তাই দিল্লি রোডের উপর ট্র্যাফিক কিয়স্ক ভাঙচুর করেন উত্তেজিত জনতা। ঘটনাস্থলে হাজির হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। অবরোধের জেরে তীব্র যানজট হয়েছে দিল্লি রোডে। প্রায় দু’ঘণ্টা ধরে চলে অবরোধ।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম পুষ্পা সাঁতরা (৬০)। এই মহিলার বাড়ি বড় বেলু মনসাতলায়। আজ, শনিবার রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন মহিলা। তবে বেপরোয়া একটি ডাম্পার তাঁকে পিষে দেয়। আর এই ঘটনার পর ডাম্পার সহ চালক চম্পট দেয়। মৃত মহিলার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। খোঁজ করা হচ্ছে ঘাতক ডাম্পারকে। তবে এই পথ দুর্ঘটনার জেরে ক্ষেপে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। তাই তাঁরা পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে দিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে র্যাফ নামানো হয়েছে।