ঘটনাটি ঘটেছিল শুক্রবার। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। তার জন্য প্রশাসনিক নজরদারিও চলছিল। কিন্তু, সেই নজরদারি এড়িয়ে মত্ত অবস্থায় সমুদ্রে স্নান করতে নামে কলকাতার ৫ যুবক। তাতেই ঘটে বিপত্তি। সমুদ্রের প্রবল ঢেউয়ে ৫ জনই ভেসে যান।
মন্দারমণিতে এখনও নিখোঁজ ২ যুবক।
মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল কলকাতার ৫ যুবক। তাদের মধ্যে ৩ জনের খোঁজ পাওয়া গেলেও এখনও নিখোঁজ রয়েছেন দুই যুবক। ওই দুজনের নাম হল ওসামা আহেত এবং আতিফ হায়দার। উল্লেখ্য, উদ্ধার হওয়া ৩ জনের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে এবং দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। তবে ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরে দুই যুবকের খোঁজ না মেলায় দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে তাঁদের উদ্ধারকার্য চলছে।
ঘটনাটি ঘটেছিল শুক্রবার। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। তার জন্য প্রশাসনিক নজরদারিও চলছিল। কিন্তু, সেই নজরদারি এড়িয়ে মত্ত অবস্থায় সমুদ্রে স্নান করতে নামে কলকাতার ৫ যুবক। তাতেই ঘটে বিপত্তি। সমুদ্রের প্রবল ঢেউয়ে ৫ জনই ভেসে যান। এর পরে তাঁদের উদ্ধার কাজে নামে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় প্রথমে ৩ জন উদ্ধার হয়। যার মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার নাম নাভেদ আখতার। আর দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। আহত দুই যুবকের নাম হল সিদ্ধার্থ সাহা এবং শেখ আব্দুস।