সাধারণ মানুষের মন বুঝতে অভিনব উদ্যোগ এক পুলিশ কর্তার। নিজের পরিচয় গোপন রেখে কিছুক্ষণের জন্য সেজেছিলেন পেয়ারা বিক্রেতা। হাবভাব এমনি ছিল যেন মনে হবে, তিনি হয়ত তাই–ই। তবে কিছুক্ষণের মধ্যে উধাও হয়ে যাওয়ার পর সন্দেহ দানা বাঁধে। জানা যায়, তিনি আর কেউ নন, মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ) তন্ময় সরকার।লালবাগের সামনে পেয়ারা বিক্রি করছিলেন হাবিবুল শেখ। আচমকাই তাঁর সঙ্গে আলাপ জমাতে এগিয়ে আসেন এক যুবক। পেয়ারা খেতে খেতেই তাঁর সঙ্গে আলাপ জমিয়ে ফেলেন ওই যুবক। কিছুক্ষণ পর পসরা ওই যুবকের জম্মায় দিয়ে কিছুক্ষণের জন্য খেতে যান হাবিবুল। ফিরে এসে দেখেন, ক্রেতারা ভিড় জমানোয় দাঁড়িপাল্লা হাতে পেয়ারা বিক্রি করতে শুরু করে দিয়েছেন ওই যুবক। হাবিবুল আসতেই তাঁকে হিসাব বুঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যান ওই যুবক। কিন্তু কে এই যুবক? হাবিবুলের সন্দেহ হয়। কোথায় উধাও হয়ে গেলেন তিনি। এই রকম নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। পরে হাবিবুল জানতে পারেন, যে যুবকের সঙ্গে তিনি ভাব জমিয়েছিলেন, তিনি মুশির্দাবাদের অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ)। এই প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ‘ছদ্মবেশে শহরের ট্রাফিক ব্যবস্থা ও সাধারণ মানুষের মন বুঝতেই তাঁর এই কৌশল।’ গত শনিবার দুপুরে সেই উদ্দেশ্যেই শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। ইতিমধ্যেই তাঁর এই কীর্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সাদা পোশাকে অনেক সময়ই পুলিশ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায়। পুলিশ যে কোনও চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে ছদ্মবেশ ধারণ করতে পারেন, তা অনেকেরই কল্পনাতীত। সোশ্যাল মিডিয়ায় সারাও ফেলেছে এই ভিডিয়ো।