রেলের বিভিন্ন কাজের জন্য গত বছর বিভিন্ন সময়ে বিভিন্ন শাখায় ট্রেন চলাচল বন্ধ থেকেছে। নতুন বছরের শুরুতেও হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। ১৫ দিন ধরে এই ট্রেন চলাচল বন্ধ থাকার পাশাপাশি বিভিন্ন ট্রেনের গতিপথ কমানো হয়েছে। মূলত হাওড়ার স্টেশনের ১৫ নম্বর প্লাটফর্মে কাজের জন্য পাওয়ার ব্লকের কারণে ২১ জানুয়ারি পর্যন্ত ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রবিবার থেকে শুরু হয়েছে কাজ। এরপর স্বাভাবিক হবেই চরম দুর্ভোগে পড়বেন যাত্রীরা।
আরও পড়ুন: শনিবার দিনভর লোকাল ট্রেন বাতিল ওই লাইনে, ১০ ঘণ্টা পাওয়ার ব্লক, পুরো তালিকা রইল
রবিবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, হাওড়ার ওল্ড কমপ্লেক্সে ১৫ নম্বর প্লাটফর্মে পাওয়ার ব্লকের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। মূলত পাঁশকুড়া, মেচেদা, উলুবেড়িয়া প্রভৃতি শাখায় এই ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এরমধ্যে আপ লাইনে একটি হাওড়া–মেচেদা এবং ৭টি হাওড়া–পাঁশকুড়া লোকাল বাতিল থাকছে। এগুলি হল–
১) ৩৮৩০৩ হাওড়া–মেচেদা লোকাল,
২) ৩৮৪২১ হাওড়া–পাঁশকুড়া লোকাল,
৩) ৩৮৪২৫ হাওড়া–পাঁশকুড়া লোকাল,
৪) ৩৮৪৩৫ হাওড়া–পাঁশকুড়া লোকাল,
৫) ৩৮৪৪১ হাওড়া–পাঁশকুড়া লোকাল,
৬) ৩৮৩১৭ হাওড়া–পাঁশকুড়া লোকাল,
৭) ৩৮৪৪৯ হাওড়া–পাঁশকুড়া লোকাল, এবং ৮) ৩৮৪৫১ হাওড়া–পাঁশকুড়া লোকাল।
অন্যদিকে, ডাউন লাইনে একজোড়া মেচেদা–হাওড়া লোকাল এবং দু জোড়া পাঁশকুড়া–হাওড়া লোকাল বাতিল থাকছে।
এগুলি হল–
১) ৩৮৩০৮ মেচেদা–হাওড়া লোকাল,
২) ৩৮৩১২ মেচেদা–হাওড়া লোকাল,