দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের সাঁইথিয়া। তার জেরে এলাকায় বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা। আগামী ১৭ মার্চ পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে বলে রাজ্য সরকারের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক বিভাগের প্রধান সচিবের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, মূলত গুজব ছড়ানো এবং অবৈধ কার্যকলাপ রোধে গতকাল থেকে এই ব্যবস্থা কার্যকর হয়েছে। (আরও পড়ুন: হোলির উপহার! রাজ্য সরকারের অধীনে থাকা এই চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ল)
আরও পড়ুন: দামোদরের চর থেকে বালি তুলে পাচার, পুলিশ যেতেই ‘হামলা’; আহত হোমগার্ড, ২ সিভিক
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, টেলিযোগাযোগ আইন ২০২৩-এর অধীনে এই নির্দেশিকা জারি করা হয়েছে। মূলত দোলের দিন পাথর ছোড়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে বীরভূমের একাধিক এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে অশান্তির পরিবেশ তৈরি হয়। বিভিন্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। তার ফলে এলাকাগুলিতে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। (আরও পড়ুন: রাজ্য সভাপতি নিয়ে জল্পনার মাঝে ১৭ জেলার সভাপতি বদল BJP-র, পদ গেল একাধিক MLA-র)
সেই ঘটনায় গুজব রুখতে এই নির্দেশিকা জারি করেছে প্রশাসন। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকলেও ভয়েস কল এবং এসএমএস পরিষেবাগুলি বন্ধ থাকবে না। অর্থাৎ সাধারণ ফোন কল বা এসএমএস করা যাবে। (আরও পড়ুন: হোলিতে ছড়াল হিংসা, ছোড়া হল পাথর, বাইক-দোকানে আগুন, জখম বেশ কয়েকজন)