মাত্র চার বছর বয়সেই সবাইকে চমকে দিল বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকার নান্দুড় গ্রামের দেবজিৎ ঘোষ। ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে এত কম বছর বয়সেই নাম তুলে ফেলেছে সে। ছোট্ট দেবজিৎ তবলা বাজিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছে। ছোট্ট ছেলের এই কৃতিত্বে স্বভাবতই খুশি গ্রামবাসীরা।দেবজিতের পরিবার সূত্রে জানা গিয়েছে, দেবজিৎ ছোট থেকেই হাতের কাছে যা পেত সেটাই তবলার মতো করে বাজাতে শুরু করত। ছেলের এই প্রতিভা নজরে আসে বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের। ছেলেকে একজন শিক্ষকের কাছে তবলা বাজাতে ভর্তি করে দেন বাবা। শিক্ষক হারাধন মণ্ডল তাকে তবলা বাজানোর তালিম দিতে থাকেন। দেখতে দেখতে তবলায় পারদর্শী হয়ে ওঠে দেবজিৎ। এত কম বয়সে তবলার বোল তুলে সবাইকে রীতিমতো চমকে দেয় সে। ইতিমধ্যে দেবজিতের বাড়িতে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের তরফে সার্টিফিকেট মেডেল এবং বই এসে পৌঁছেছে। পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের মানুষরাও দেবজিতের এই কীর্তিতে অভিভূত। দেবজিৎ ঘোষ এর বাবা বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘ছেলের ছোট বয়স থেকেই এই প্রতিভা আমাদের নজরে আসে। ছেলেকে জন্মদিনে তবলা কিনে দিই। গান বাজনা তো নষ্ট হয়ে যাচ্ছে সমাজে। তাই আমি চাইছি, ছেলে গান বাজনা নিয়েই থাক।’ ছেলের এই কীর্তি খুশি তাঁর মা-ও। তিনি জানান, ‘যে কোনও জিনিস দিতাম। ও বাজাত। ছোট থেকেই বাজনার দিকে একটা আগ্রহ। বাবা মা হিসাবে আমাদের যতটুকু করার সেটা চেষ্টা করব। ওর ইচ্ছে হবে, সেটা করবে।’