কাটোয়ায় বেআইনি অস্ত্র তৈরি কারখানার হদিশ পেল পুলিশ। মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে ১৭ রাউন্ড গুলি সহ ৩টি বেআইনি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই অস্ত্র কারখানার সঙ্গে মুঙ্গেরের কোনও যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।কাটোয়ার লোহাপোতা গ্রামে রমজান আলি শেখের বাড়িতে বেআইনি অস্ত্র তৈরির সরঞ্জাম ও গুলির হদিশ পাওয়া যায়। খড়ের চালের ঘরে ডেকরেটার্সের ব্যবসা করতেন রমজান। তাঁর বাড়ি থেকে বেআইনি অস্ত্র তৈরির সরঞ্জামের হদিশ মেলায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোররাতে রমজানের বাড়িতে হানা দেয় পুলিশ। পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব দাস জানিয়েছেন, রমজানের বাড়ি থেকে তিনটি বেআইনি অস্ত্র, ১৭ রাউন্ড গুলি, কয়েকটি অর্ধ সমাপ্ত অস্ত্র উদ্ধার করা গিয়েছে। রমজানের পরিবারে বাবা, মা, স্ত্রী ও মেয়ে রয়েছে। জানা গিয়েছে, পুলিশ যে সময়ে রমজানের বাড়িতে হানা দিয়েছিল, তখন বাড়িতে ছিলেন না তিনি। পুলিশ রমজানকে ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে।এই প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, পুলিশ ইতিমধ্যে রমজানের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশের সন্দেহ, রমজানের সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অন্য রাজ্যে এই অস্ত্র পাচার হত কিনা, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।