বন্ধাত্ব নিরাময় করাতে এসে ‘কবিরাজ’-এর ধর্ষণের শিকার বধূ। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার হাড়োয়ার। অভিযুক্ত কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। জনবহুল এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।হাড়োয়া রেল গেটের কাছে একটি দোকান ভাড়া নিয়ে কারবার চালাতেন কবিরাজ ঠাকুরদা নামে ওই ব্যক্তি। পুরুষ ও মহিলার গোপন রোগ ও বন্ধাত্ব নিরাময়ের দাবি করতেন তিনি। সেই বিজ্ঞাপন দেখে শনিবার তাঁর কাছে যান নিঃসন্তান এক দম্পতি। দু’জনকে পরীক্ষা করে চিকিৎসার জন্য স্বামীকে কাঁচা হলুদ আনতে পাঠান তিনি। প্রায় ৪ কিলোমিটার দূরে হলুদ আনতে ছোটেন স্বামী। ওদিকে সেই সুযোগ বধূকে ধর্ষণ করেন কবিরাজ।বধূর চিৎকারে দোকানে ঢুকে পড়ে পথচলতি লোকজন ও স্থানীয়রা। হাতে নাতে কবিরাজকে ধরে ফেলেন তাঁরা। এর পর খবর যায় পুলিশে। হাড়োয়া থানার পুলিশকর্মীরা এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যান।স্থানীয়রা জানিয়েছেন, দোকান ঘর ভাড়া নিয়ে কয়েক মাস ধরে কারবার চালাচ্ছিল ওই যুবক। আগেও তার বিরুদ্ধে মহিলাদের আপত্তিকরভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছিল। তবে প্রমাণ না পাওয়ায় কেউ কিছু বলতে পারেননি।