পর্যটন বিকাশে এবার বড় উদ্যোগ নিল রেল দফতর। শিলিগুড়ি জংশন-ধুবড়ি-শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেস এবার স্টপেজ দেবে আলিপুরদুয়ারের হ্যামিলটনগঞ্জে।হ্য়ামিলটনগঞ্জে নেমে ডুয়ার্সের একাধিক জায়গায় যাওয়া যায়। সেই নিরিখে এবার শিলিগুড়ি জংশন স্টেশন থেকে এই ইন্টারসিটি এক্সপ্রেসে চেপেই হ্যামিলটনগঞ্জ স্টেশনে নামতে নামতে পারবেন। উত্তরপূর্ব ফ্রন্টিয়ার রেলের তরফে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ট্রেন নম্বর ৭৫৭৪১-৭৫৭৪২ এই ট্রেনদুটি যাতায়াতের পথে দাঁড়াবে হ্যামিলটনগঞ্জ স্টেশনে।শিলিগুড়ি জংশন থেকে ধুবড়িগামী ট্রেনটি ৭টা বেজে ৫১ মিনিটে হ্যামিলটনগঞ্জ স্টেশনে দাঁড়াবে। এরপর সেখান থেকে ৭টা ৫২ মিনিটে আবার ছেড়ে চলে যাবে।ফেরার পথে ধুবড়ি থেকে শিলিগুড়ি জংশনগামী ট্রেনটি হ্য়ামিলটনগঞ্জ স্টেশনে থামবে তিনটে বেজে ৯ মিনিটে। এরপর সেটি তিনটে বেজে ১০ মিনিটে ছেড়ে চলে যাবে।পর্যটকদের কাছে নিঃসন্দেহে একটা বড় পাওনা এটা। গত সপ্তাহ থেকে এই নতুন স্টপেজের সূচনা হয়েছে। খবর ওয়েস্ট বেঙ্গল ইনডেক্স সূত্রে।কিন্তু এই হ্যামিলটনগঞ্জ স্টেশনে নেমে ঠিক কোথায় যাওয়া যায়?এই স্টেশনে নেমে কালচিনি, হাসিমারা, জয়গাঁও সহ ডুয়ার্সের বিভিন্ন জায়গায় যাওয়া যায়। ছবির মতো সুন্দর স্টেশন। একটু এগোলেই চা বাগানের সারি। এখান থেকে রায়মাটাংও যাওয়া যায়। সেখানে একাধিক হোমস্টে গড়ে উঠেছে। তাছাড়া রেলপথের গোটা রাস্তাটাই বেশ মনোমুগ্ধকর। নিঃসন্দেহে ভালো লাগবে পর্যটকদের। রায়মাটাং নদীর ধারেই কেটে যাবে সারাটা দিন।তবে এবার হ্যামিলটনগঞ্জ স্টেশনে স্টপেজ দেওয়ায় পর্যটকদের সুবিধা হবে। সকাল সকাল শিলিগুড়ি জংশন স্টেশন থেকে ট্রেন ধরে এখানে আসতে পারবেন। গাড়ি ভাড়া করার দরকার নেই।