দিন দুয়েক আগে এক ছাত্রকে শাস্তি দেওয়ার অপরাধে শিক্ষকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল হাওড়ায়। আর এবার এক ছাত্রের ডুবে মৃত্যুকে কেন্দ্র করে শিক্ষকদের আটকে রেখে মারধর করার অভিযোগ উঠল ছাত্রের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের খাঞ্জাপুর ইউনিয়ন হাইস্কুলে। ফুটবল খেলার পরে পুকুরে স্নান করতে গিয়ে ওই ছাত্রের ডুবে মৃত্যু হয়। ওই ছাত্রের নাম সৌভিক বেরা।
আরও পড়ুন: বিকেলের খেলা শেষে পুকুরে স্নান করতে নেমেছিল ২ বন্ধু, সবার চোখের সামনে…
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, সৌভিক ষষ্ঠ শ্রেণির ছাত্র। বুধবার ওই স্কুলে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। স্কুল ছুটির পর সেই ম্যাচে অংশগ্রহণ করেছিল সৌভিক। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর স্কুলের মাঠের পাশেই পুকুরে স্নান করতে নেমেছিল সৌভিক। কিন্তু, দুর্ভাগ্যবশত পুকুরের জলে ডুবে তার মৃত্যু হয়। এদিকে, সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও সৌভিক বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তারা বিভিন্ন জায়গায় সৌভিকের খোঁজ খবর শুরু করেন। শেষে স্কুলে যান পরিবারের সদস্যরা। সেখানে গিয়ে তারা স্কুলের তালা বন্ধ রয়েছে। কিন্তু ঘটনাক্রমে তার পাশেই সৌভিকের ব্যাগ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। এরপরে পরিবারের সদস্যদের সন্দেহ হয় যে স্কুলের আশেপাশে রয়েছে সৌভিক। সেই মতো তারা সৌভিকের খোঁজখবর শুরু করেন। শেষে স্কুলের কাছে পুকুর থেকে সৌভিকের দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।