২০১৭ সালে পাহাড়ে খুন হয়েছিলেন দার্জিলিং সদর থানার এসআই অমিতাভ মালিক। সেই ঘটনার প্রায় আট বছর পর গোর্খা জনমুক্তি মোর্চার প্রাক্তন নেতা প্রকাশ গুরুংকে গ্রেফতার করল পুলিশ। বর্তমানে তিনি অজয় এডওয়ার্ডের দল ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের সদস্য। গ্রেফতারের পর আজ রবিবার প্রকাশকে আদালতে তোলা হয়। সেখানে জামিনের আবেদন জানান প্রকাশ। তবে তাঁর আবেদন আদালত খারিজ করে দিয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: পাহাড়ে খুন হয়েছিলেন SI অমিতাভ মালিক, জামিন পেলেন বিমল গুরুং
এসআই খুনে এর আগে গোর্খা জনমুক্তি মোর্চার ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। তবে তাঁদের জামিনের আবেদন আগেই মঞ্জুর করেছে আদালত। এছাড়া, মোর্চার সুপ্রিমো বিমল গুরুংকে এই খুনে মূল অভিযুক্ত করা হলেও কলকাতা হাইকোর্টে তিনি আগাম জমিন পেয়েছেন। জানা গিয়েছে, রবিবার আদালতে তোলা হলে প্রকাশ জামিনের আবেদন জানান। তবে আদালত সেই আবেদন নাকচ করে তাঁকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত, পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে ২০১৭ সালের জুন মাসে মন্ত্রিসভার বৈঠকের দিন উত্তপ্ত হয়ে উঠেছিল পাহাড়। সেই ঘটনায় মোর্চার সুপ্রিমো বিমল গুরুংয়ের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু হয়েছিল। ঘটনায় গ্রেফতারি এড়াতে জঙ্গলে পালিয়ে যান মোর্চা নেতা। তখন বিমলকে ধরতে অভিযান শুরু করে দেয় পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ওই বছরেই ১৩ অক্টোবর দার্জিলিংয়ের একটি জঙ্গলে গুরুংকে ধরতে অভিযান চালায় পুলিশ। সেই অভিযান চালানোর সময় পুলিশের উপর গুলি চালায় মোর্চা সমর্থকরা। তাতেই প্রাণ হারান দার্জিলিং সদর থানার এসআই অমিতাভ মালিক। সেই ঘটনাকে কেন্দ্র করে সেই সময় তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। ঘটনার তদন্ত শুরু করে সিআইডি।