পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সনাতনী সম্মেলন থেকে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন সনাতনী ধর্মগুরু হিরন্ময় গোস্বামী। তিনি এদিন মনে করান, রাবন কিন্তু সীতাকে অপহরণ করতে সাধু বেশে এসেছিল। একই সঙ্গে তিনি বলেন, ভগবান সব জায়গায় রয়েছেন, নেই শুধু অহঙ্কারে।অক্ষয় তৃতীয়ার দিন কাঁথিতে সনাতনী সম্মেলন আয়োজনের অনুমতি দেয়নি পুলিশ। ফলে কাঁথির রেল ময়দানে এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মঠ ও মিশনের সন্ন্যাসীরা ছাড়াও হাজির থাকার কথা ছিল শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্ট থেকে সম্মেলন আয়োজনের অনুমতি পান উদ্যোক্তারা। বুধবার কাঁথির রেল ময়দানে সেই সম্মেলনে হিরন্ময় গোস্বামী বলেন, ‘এখানে সনাতনীদের অনুষ্ঠান হতে চলেছে, অথচ আমরা অনুমতি পাই না। প্রশ্ন করে জানতে পারি, আজ অন্য একটা অনুষ্ঠান হচ্ছে, তাই সনাতনীদের অনুষ্ঠানের অনুমতি নেই। আমরা কাল পর্যন্ত জানতে পারিনি এখানে অনুষ্ঠান করার অনুমতি পাব কি না।’এর পরই সনাতনীদের সাবধান করে হিরন্ময় গোস্বামী বলেন, ‘মনে রাখবেন, রাবন কিন্তু সাধু বেশে এসেছিল। আজও বাংলায় সাধু বেশে আসা রাবনেরা বহু মন্দির ও মঠের প্রতিষ্ঠা করেন। তারা যেন মনে রাখেন, আপনারে স্থপিয়াছ জগতের দেবতারে নহে। জগতের দেবতা সেখানে থাকেন, সবার পিছে, সবার নীচে, সনাতনীদের হৃদয়ে ভগবান বিরাজমান। ভগবান জগন্নাথ সব জায়গায় আছেন। নেই শুধু অহঙ্কারে।’এদিনের সম্মেলনে উপস্থিত রয়েছেন শুভেন্দুবাবুও।