গত বছর উত্তরবঙ্গে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সেই দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। তারমধ্যেই ফের ট্রেন দুর্ঘটনা ঘটল উত্তরবঙ্গে। দাঁড়িয়ে থাকা বামনহাট শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেসে ধাক্কা মারল ইঞ্জিন। এর ফলে ট্রেনের বগি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। আজ সকালে দুর্ঘটনাটি ঘটেছে ১৫৪৬৮ ডাউন বামনহাট শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেসে। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ বামনহাট স্টেশনে ইঞ্জিন ঘোরানোর সময় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে চলে এল ট্রেন, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা
জানা গিয়েছে, শিলিগুড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল ট্রেনটি। সেই সময় ইঞ্জিন ঘোরানো হচ্ছিল। তখনই ঘটে বিপত্তি। এক্সপ্রেসের সামনের দিকে বগিটি ইঞ্জিনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বগির কিছুটা অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। একটি দরজাও ভেঙে গিয়েছে। এছাড়াও বেশ কিছু জায়গায় ফাটল ধরে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বামনহাট স্টেশন এলাকায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ সহ ক্যারিজিং ডিপার্টমেন্টের কর্মীরা। এই ঘটনায় শান্টিং-এর কাজে অবহেলার অভিযোগ উঠেছে লোকো পাইলটের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা।
ঘটনায় বেশ কয়েকজন রেল যাত্রী আহত হয়েছে বলে খবর। স্বাভাবিকভাবেই, গোটা দেশজুড়ে যখন একাধিক জায়গায় রেল দুর্ঘটনার ঘটছে ঠিক সেই প্রেক্ষাপটে এদিনের দুর্ঘটনায় উদ্বিগ্ন যাত্রীরা।
জানা গিয়েছে, ইঞ্জিনটি সজোরে ধাক্কা মারায় ইন্টারসিটি এক্সপ্রেসের প্রথম কামরায় থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুজন শিশু সহ মোট চারজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা করা হয়।
ট্রেনের এক যাত্রী জানান, তিনি সেই সময় নিচে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দেখি ইঞ্জিনটা পিছন দিক থেকে ধাক্কা মারে ট্রেনটিকে। তিনি জানান, এর ফলে একজনের মাথা ফেটে গিয়েছে। আরও বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন। অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, ইঞ্জিনের দিক পরিবর্তন করার প্রক্রিয়াটি নিয়মিত হয় থাকে। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন রেলের আধিকারিকরা। কী কারণে ইঞ্জিনটি নিয়ন্ত্রণ হারাল তা খতিয়ে দেখা হচ্ছে। যাত্রীরা এই ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন।