শুরু হয়েছে বিধানসভার শীতকালীন অধিবেশন। তবে তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর অব্যাহত থাকছে। এবার দক্ষিণ ২৪ পরগনা যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ২৯ নভেম্বর সজনেখালিতে যাবেন তিনি বলে জানা গিয়েছে। যদিও এখনই পুরো মুখ্যমন্ত্রীর সূচি সরকারি স্তরে জানানো হয়নি। তবে এই সফরে সুন্দরবন জেলা তৈরি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর।
কেন সজনেখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী? কিছুদিন আগে কৃষ্ণনগর সফরে মুখ্যমন্ত্রী গিয়ে আরও নতুন দু’টি জেলা সুন্দরবন এবং বসিরহাটের কথা জানিয়েছিলেন। সেখানে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ১৯টি ব্লক রয়েছে সুন্দরবনে। যার মধ্যে ১৩টি ব্লক শুধু দক্ষিণ ২৪ পরগনাতেই। ওই ১৩টি ব্লক নিয়ে সুন্দরবন জেলা তৈরি করা হবে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে সজনেখালিতে সফরে গিয়ে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। উত্তর ২৪ পরগনার মধ্যে যে ছ’টি ব্লক রয়েছে তা নিয়ে বসিরহাট জেলা তৈরি হবে।
আর কী জানা যাচ্ছে? সজনেখালিতে গিয়ে প্রশাসনিক কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। সেখানে ঘুরে দেখবেন কোনও সমস্যা আছে কিনা। সাধারণ মানুষের সঙ্গেও কথা বলার সম্ভাবনা রয়েছে। মানুষের কখা শুনে তিনি পদক্ষেপ করতে পারেন। যেমন করেছেন ঝাড়গ্রামে। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদি বিধানসভার অধিবেশন শুরু হয়ে গিয়েছে। যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। ২৮ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকও রয়েছে। সেটা সেরেই ২৯ তারিখ সজনেখালি রওনা দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর।