চল্লিশটি 'ক্লোন ট্রেন'-এর মধ্যে পশ্চিমবঙ্গের ভাগ্যে শিঁকেছিড়ল মাত্র এক জোড়া ট্রেন। তাৎপর্যপূর্ণভাবে বিধানসভা ভোটের কয়েকদিন আগে ৬০ শতাংশ ট্রেন পেল বিহার।
মঙ্গলবার রেলের তরফে জানানো হয়, কয়েকটি নির্দিষ্ট রুটে যাত্রীদের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২০ জোড়া বিশেষ 'ক্লোন ট্রেন' চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনগুলির আসন পুরোপুরি সংরক্ষিত থাকবে এবং সীমিত স্টেশনে দাঁড়াবে।
ক্লোন ট্রেন সংক্রান্ত যাবতীয় খবর দেখতে এখানে ক্লিক করুন
কোন কোন রুটে ট্রেন দেওয়া হয়েছে, বিবৃতিরসঙ্গে তার একটি বিস্তারিত তালিকাও প্রকাশ করেছে রেল। সেই তালিকা অনুযায়ী ১২ জোড়া অর্থাৎ ২৪ টি 'ক্লোনট্রেন' পেয়েছে বিহার। সাহারসা, রাজগির,দারভাঙ্গা, মুজফ্ফরপুর, রাজেন্দ্র নগর, কাটিহার, জয়নগর, দানাপুর, ছাপরা এবং পাটনা থেকে সেই ট্রেনগুলি ছাড়বে। কোনও ট্রেন যাবে নয়াদিল্লি, কোনও কোনও ট্রেনের গন্তব্য সেকেন্দ্রাবাদ, আমদাবাদ, বেঙ্গালুরু, সুরাত এবং অমৃতসর।