বিগত বছরগুলিতে রামনবমীতে একাধিক হিংসার ঘটনার সাক্ষী থেকেছে বাংলা। এবছর হোলিতেও আবার বেশ কিছু জায়গায় হিংসার অভিযোগ উঠেছিল। অপরদিকে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে এমনিতেই উত্তপ্ত পরিস্থিতি। এহেন পরিস্থিতিতে রামনবমী নিয়ে তৎপর ছিল রাজ্য প্রশাসন। এদিকে রামনবমীর দিনে যাতে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর ছিল সাধারণ মানুষেরও। এই আবহে রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীর দিনে দেখা গেল সম্প্রীতির চিত্র। তেমনই এক দৃশ্য দেখা গেল বারাসতের জগদীঘাটায়। রিপোর্ট অনুযায়ী, বারাসতে রামনবমী উপলক্ষে বাইক নিয়ে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন দুই যুবক। এবং তাঁদের রক্ষা করতে এগিয়ে আসেন স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। (আরও পড়ুন: বাংলাদেশে হিন্দু মহিলার দেহ টুকরো-টুকরো করে কার্টনে ভরে ফেলে আসা হল রাস্তার পাশে)
আরও পড়ুন: ওয়াকফ সংশোধনী আইন ইস্যুতে কি বাংলাদেশি হিন্দুদের নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিল BNP?
জানা গিয়েছে, জগদীঘাটায় কাজিপাড়া মসজিদের কাছে বাইক দুর্ঘটনায় আহত হয়েছিলেন দুই যুবক। আহতরা স্থানীয় বর্মা কলোনির বাসিন্দা। এদিকে দুর্ঘটনাটি ঘটেছিল জগদীঘাটায় কাজিপাড়া মসজিদের কাছে। বেপরোয়া গতির জেরেই দুর্ঘটানটি ঘটেছিল। রাস্তায় ছিটকে পড়েছিলেন দুই বাইক আরোহী। এই দৃশ্য দেশে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন ছুটে আসেন সেখানে। কয়েকজন মিলে তাঁদের উদ্ধার করেন। শুশ্রূষা করানো হয় আহতদের। (আরও পড়ুন: রাখাইনে বৌদ্ধদের খুন করল রোহিঙ্গা জঙ্গিরা, জবাব আরাকান আর্মির, পা উড়ল বাংলদেশির)
আরও পড়ুন: গেরুয়া পতাকা হাতে দরগায় উঠল যুবকরা, পুলিশের বিরুদ্ধে পদক্ষেপের বার্তা DCP-র
আরও পড়ুন: রামনবমীর মিছিলে ডিম ছোড়ার অভিযোগ মহারাষ্ট্রে, মামলা দায়ের পুলিশের
এদিকে মালদা থেকে বীরভূমে সাম্প্রদায়িক সম্প্রীতির ছবি উঠে আসে রামনবমী ঘিরে। কোথাও রামনবমীর মিছিলে পুষ্পবৃষ্টি করা হয়, কোথাও আবার মিছিলে অংশগ্রহণকারীদের জল ও মিষ্টি বিতরণ করলেন সংখ্য়ালঘু বিভিন্ন সংগঠনের সদস্যরা। এদিকে কলকাতায় আয়োজিত একটি শোভাযাত্রায় সংখ্যাগুরুদের সঙ্গেই পা মেলালেন সংখ্যালঘুরাও। সেই শোভাযাত্রায় ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। (আরও পড়ুন: ওয়াকফ মামলা নিয়ে মৌখিক আবেদন সুপ্রিম কোর্টে, শুনলেনই না প্রধান বিচারপতি)
আরও পড়ুন: বাংলাদেশের লালমনিরহাটে নাকি বিমানঘাঁটি তৈরি করছে চিন, হুমকির মুখে চিকেনস নেক?
আরও পড়ুন: ওয়াকফ সংশোধনী আইনের সমর্থন করায় BJP-র সংখ্যালঘু নেতার বাড়িতে আগুন লাগানো হল
এরই মাঝে অবশ্য কলকাতায় রামনবমীর মিছিলে পাথর ছোড়ার অভিযোগ করা হয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে। বিজেপির অভিযোগ, শোভাযাত্রা চলাকালীন গেরুয়া পতাকা লাগানো গাড়িতে হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্ত গাড়ির কিছু ভিডিয়োও শেয়ার করেছে বিজেপি। ঘটনাটি পার্কসার্কাসে ঘটেছে বলে দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে। এদিকে ঘটনা প্রসঙ্গে মুখ খুলেছে কলকাতা পুলিশ। সোশ্যাল মিডিয়া বার্তায় এই নিয়ে পুলিশ লিখেছে, ‘পার্ক সার্কাসে ঘটেছে বলে যে ঘটনার উল্লেখ করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করা হচ্ছে যে, কোনও মিছিল বা জমায়েতের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি, এবং ওই এলাকায় এমন কোন কার্যকলাপ ঘটেনি। একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্তের জন্য একটি কেস রুজু করা হয়েছে। জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে দয়াকরে গুজবে কান দেবেন না।’