কন্যা সন্তানরা দিনের পর দিন তাঁর ‘মাথা ব্যথার’ কারণ হয়ে উঠছিল। চারটি কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য স্ত্রীর সঙ্গে ঝগড়া করেতেন আমিনুদ্দিন সর্দার। শুধু ঝগড়়াতেই আটকে থাকত না চলত মারধরও। সেই কারণে নিজের চার কন্যা সন্তানকে বিষ খাইয়ে খুন করতে চেয়েছিলেন বাবা।
একজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। মৃতের নাম রাবেয়া সর্দার(১৩)। ক্যানিং থানার বালুইঝাঁকা গ্রামের ঘটনা। বাকি দুই কন্যা সন্তান আয়েশা সর্দার ও রাচিয়া সর্দার গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত আমিনুদ্দিন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, আমিনুদ্দিনের পাঁচ সন্তান। এর মধ্যে চারজনই মেয়ে। ছোট ছেলের বয়স ৭ বছর। বাকি চার কন্যা সন্তানকেই বিষ খাইয়ে খুনের পরিকল্পনা করেছিলেন আমিনুদ্দিন। চার কন্যা সন্তান জন্ম দেওয়ার স্ত্রী সাইদাবানু সরদারকে বেধড়ক মারধর করতেন মাঝে মধ্যেই।
গত ১০ নভেম্বর চার কন্যা সন্তানকেই ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ খাইয়ে খুনের চেষ্টা করেছিলেন অমিনুদ্দিন। কিন্তু ছোট মেয়ে খাদিজা গন্ধের জন্য তা খায়নি। বাকিরা সকলেই ঠান্ডা পানীয় খেয়ে নেয়।
(পড়তে পারেন। পথশ্রী প্রকল্পের হতশ্রী চেহারা, পাকা রাস্তা না থাকায় হাসপাতালের পথেই মৃত্যু বধূর)