শিলিগুড়িতে বাম আন্দোলনের সঙ্গে যে নামটা সবার আগে ওঠে তিনি অশোক ভট্টাচার্য। বাম জমানার পুরমন্ত্রী। জনপ্রিয় বাম নেতা। তবে এবারের বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছিল সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের। এবার দলের জেলা কমিটি থেকেও সরে যাওয়ার ইঙ্গিত দিলেন তিনি। এমনকী রাজ্য কমিটি থেকেও তিনি সরে যেতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। দল সূত্রে খবর, আগামী ১১ ও ১২ই ডিসেম্বর শিলিগুড়ির মিত্র সম্মিলনী হলে সিপিএমের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই গোটা বিষয়টি পরিষ্কার হতে পারে। এমনকী সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকারও সরে যেতে পারেন। দল সূত্রে খবর এরিয়া কমিটির মতো জেলা কমিটি থেকেও বয়স্কদের সরানো হতে পারে। সেক্ষেত্রে তরুণ তুর্কি নতুন মুখ আনার ব্যাপারেও চিন্তাভাবনা হচ্ছে। তবে দলের অন্দরমহল সূত্রে খবর, মূলত বয়সের কারণেই দলের জেলা কমিটি থেকে সরে যেতে চাইছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। অনেকটা বিমান বসুর মতোই তিনি কমিটিতে না থেকেই পার্টির কাজ করে যেতে চাইছেন।এদিকে সিপিএমের দার্জিলিং জেলা কমিটির সদস্য অশোক ভট্টাচার্য সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, জেলা কমিটিতে যাদের বয়স ৭০ পেরিয়ে যাবে তারা অটোমেটিক সরে যাবে। আমাদের লক্ষ্য এই জায়গাগুলিতে নতুনদের কীভাবে সুযোগ দেওয়া যায়। আসলে সিপিএমের গঠনতন্ত্র অনুসারে ৭০ বছর বয়স পর্যন্ত জেলা কমিটিতে থাকা যায়। তারপর তাঁকে সরে যেতে হয়। সেই পথেই এগোচ্ছেন ৭২এর অশোক ভট্টাচার্য।