বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Youth dead in Mandarmani: ফের সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক
পরবর্তী খবর
ফের সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক যুবক। পঁচিশ বছরের সেই যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটেছে মন্দারমনিতে। কিছুদিন আগে মৌসুনি দ্বীপে বেড়াতে গিয়ে এই একই ধরনের ঘটনা ঘটেছিল।
জানা গিয়েছে, পাঁচ বন্ধু ও এক বান্ধবী মিলে মন্দারমনিতে বেড়াতে গিয়েছিল। মন্দারমনিতে একটি হোটেলে ওঠেন তাঁরা। এদিন সকালে সবাই সমুদ্রে স্নান করতে নেমেছিল। কিন্তু উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে নিজেকে সামলাতে পারেননি প্রীতম। আচমকাই সমুদ্রের জলে তলিয়ে যান প্রীতম। কিছুক্ষণ পর প্রীতমকে উদ্ধার করে কাছেই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পাঁচ বন্ধুর সঙ্গে থাকা বান্ধবী বৃষ্টি জানার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর খোঁজ চলছে।