উত্তর দিনাজপুরের বিখ্যাত করণ রাজার দিঘিতে নৌকা করে বেড়ানোর সময় তলিয়ে গেল ২ কিশোর। ঘটনার জেরে শনিবার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের দাবি, নৌকায় ধারণক্ষমতার থেকে বেশি যাত্রী ওঠায় এই দুর্ঘটনা। নিখোঁজ ২ জনের সন্ধানে চলছে তল্লাশি।স্থানীয়রা জানিয়েছেন, রোজের মতো করণ রাজার দিঘিতে নৌকা ভাড়া করে ঘুরছিল ৯ জন কিশোরের একটি দল। নৌকা দিঘির মাঝামাঝি পৌঁছলে হঠাৎই উলটে যায়। নৌকার ৯ আরোহীর মধ্যে ৭ জন সাঁতরে পারে উঠতে পারলেও ২ জনের খোঁজ পাওয়া যাচ্ছিল না।সঙ্গে সঙ্গে নিখোঁজ ২ জনকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। খবর যায় থানায়। সেখান থেকে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।কী ভাবে ৯ জন কিশোরের হাতে একটি নৌকা দিয়ে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠছে। নৌকাটি কার? কী ভাবে ওই কিশোরেরা নৌকাটি ব্যবহারের অধিকার পেলেন তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।