শুক্রবারের বড় চমক ছিল দিলীপ ঘোষের বিয়ে। বিজেপির চিরকুমার দোর্দন্ডপ্রতাপ নেতা আর ব্যাচেলার রইলেন না, রিঙ্কু মজুমদারের সঙ্গে শুরু করলেন সংসার। ইতিমধ্যেই অনেকেই জেনে গিয়েছেন দিলীপ ঘোষের বিয়ের মেনু থেকে ভেন্যু। কিন্তু হানিমুনটা কোথায় হচ্ছে, সেটা কি জানেন?
দিলীপ ঘোষের সদ্য বিবাহিতা স্ত্রী এই প্রসঙ্গে নিউজ ১৮-কে জানালেন, ‘আমাদের এই বয়সে আর ব্যক্তিগত কী থাকতে পারে। মাঝে মাঝে আউটিংয়ে যাওয়া। আর উনি তো বলেই দিয়েছেন, তুমি এগুলো আশা করবে না, আমি তোমাকে নিয়ে শপিংয়ে যাব, আমি তোমাকে নিয়ে ফুচকা খেতে যাব। আমি বলেছি না না ঠিক আছে…’
আরও পড়ুন: 'আমি নীতবর', দিলীপের বিয়ের দিনে বললেন মীর! শুনতে হল ‘মুর্শিদাবাদ নিয়ে চুপ কেন?’
রিঙ্কু জানিয়েছেন যে, তাঁর পছন্দ সমুদ্র সৈকত। দিলীপ-পত্নীর কথায়, ‘আমার একটু নিড়িবিলি জায়গা বেশি পছন্দ। এমনিতেই তো উনি যেখানে যান, সেখানে ভিড় জমে যায়। দেখা যাক। এখন হয়তো কোনো হিল স্টেশনে যাওয়া হবে। বিচে নাও যাওয়া হতে পারে।’
আরও পড়ুন: বিয়ের দিন দিলীপ ঘোষের বাড়িতে সাপ! আদৌ শাস্ত্রমতে কোনও ইঙ্গিত রয়েছে?
তবে জায়গার নাম জানতে চাইলে, রীতিমতো ব্লাশ করতে থাকেন রিঙ্কু। তবেকিছু জায়গর নাম আনেন মুখে। ‘শিমলা হয়েছিল, গোয়া হয়েছিল (হানিমুনের জায়গা নিয়ে আলোচনা)’।
আরও পড়ুন: বৈশাখে ‘বসন্ত’ এল দিলীপের জীবনে! গোধূলি লগ্নে রিঙ্কুর সঙ্গে চার হাত এক হল
কীভাবে দিলীপ ও রিঙ্কুর প্রেম হয়?
জানা গিয়েছে, এক প্রাতঃভ্রমণেই প্রথমবার এক হয় চার চোখ। এরপর নাকি বিয়ের প্রস্তাবটা আসে রিঙ্কুর তরফ থেকেই। প্রথমটা মত না থাকলেও, রাজি হয়ে যান দিলীপ মায়ের কথা ভেবে। মায়ের অনেকদিনের শখ, ছেলের বউ দেখবেন। এমনিতেই অসুস্থ দিলীপ-জননী দীর্ঘদিন ধরে। দলের কাজের জন্য সর্বসময় বাইরে থাকেন ছেলে। ফলত, এমন একজনকে সত্যিই দরকার যে খেয়াল রাখবে মায়ের।
রিঙ্কু ইতিমধ্যেই বিয়ে করেছেন। তিনি বিজেপি মহিলা মোর্চার সক্রিয় কর্মী। তাঁর একটি ছেলেও রয়েছে। রিঙ্কু মজুমদারের ছেলের বয়স ২৫ বছর। তিনি আইটি সংস্থার অফিসে কর্মরত। তবে মায়ের দ্বিতীয় বিয়েতে ছিলেন না তিনি। বিয়েতে ছেলেকে রাখবেন না বলেই ঠিক করেছিলেন রিঙ্কু। অফিস থেকে চারদিনের ছুটি পেয়ে, তিনি আপাতত ভ্যাকেশনে।