আমরা যে সমস্ত স্বপ্ন দেখে থাকি, তার মধ্যে কিছু স্বপ্ন দেখে আমাদের সুখের অনুভূতি হয়, আবার কিছু কিছু স্বপ্ন ভয় পাইয়ে দেয়। তবে ভীতি সঞ্চারকারী স্বপ্ন মানেই যে তা অশুভ ফলাফল দেবে, তার কোনও বাধ্যকতা নেই। এমন কিছু স্বপ্ন রয়েছে, যা ধন আগমনের ইঙ্গিত দেয়। কোন কোন স্বপ্ন জেনে নিন—স্বপ্নে মন্দির দেখা- স্বপ্ন শাস্ত্র অনুযায়ী, স্বপ্নে ভগবান ও মন্দির দেখাকে শুভ মনে করা হয়। ভবিষ্যতে ধন লাভের দিকে ইঙ্গিত দেয় এই স্বপ্ন। কোনও কাজে বড়সড় সাফল্য লাভ করতে পারেন আপনি। ব্যবসায় ভালো লাভ হতে পারে। অর্থের দেবতা কুবেরের আশীর্বাদ আছে আপনার উপর।ঘোড়ার সওয়ারির স্বপ্ন দেখা- ঘোড়ার সওয়ারির স্বপ্ন দেখাও ধনলাভের ইঙ্গিত দেয়। আবার স্বপ্নে হাতি দেখাও শুভ। কোনও উৎস থেকে ধন লাভ বা কোনও সুসংবাদ প্রাপ্তির দিকে ইশারা করে এই স্বপ্ন।খাওয়ার স্বপ্ন- এমন স্বপ্ন অর্থ লাভের কথা জানায়। অন্য দিকে স্বপ্নে আখরোট খাওয়া বা বিতরণ করা— দুইই শুভ। আর্থিক পরিস্থিতি উন্নত হওয়ার সংকেতবহন করে এই স্বপ্ন। দই বা পান খাওয়ার স্বপ্ন দেখলেও নিশ্চিন্ত থাকুন, কারণ এগুলি ভবিষ্যতে কোনও কাজে সাফল্যের ইঙ্গিত দেয়। প্রচুর পরিমাণ অন্নের স্বপ্ন দেখাও শুভ।আর্থিক লেনদেনের স্বপ্ন- নিজে আর্থিক লেনদেন করছেন এমন স্বপ্ন দেখলে বুঝবেন যে, কিছু দিনের মধ্যেই অর্থ লাভ করতে চলেছেন আপনি। কৃষকের স্বপ্ন ধন লাভের ইঙ্গিত দেয়। আবার চারদিকে সবুজের স্বপ্ন দেখলে লক্ষ্মী লাভ করতে পারেন। পাশাপাশি সন্তানের তরফেও সুসংবাদ পেতে পারেন।