জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য নবগ্রহের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে। আর তার প্রভাব সব রাশিতে পড়ে। এরফলে বহু রাশি লাভের মুখ দেখতে শুরু করছে। খুব শিগগিরই ধনু রাশিতে প্রবেশ করবেন সূর্য। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন দেখা যাক।
আসন্ন সময়েই রয়েছে ধনু সংক্রান্তি। এই ধনু সংক্রান্তির জেরে কিছু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কারোর কারোর ভাগ্যেও আসতে পারে বিপুল চমক। গুরুর রাশি ধনুতে প্রবেশের ফলে সূর্য, জাতক জাতিকাদের জীবনে কোন কোন সুখ স্বাচ্ছ্বন্দ্য আনছে দেখা যাক। আসন্ন ১৫ ডিসেম্বর রয়েছে এই গোচর।
মেষ
কেরিয়ারে ব্যাপক লাভ। সুখ সমৃদ্ধি বাড়বে। আধ্যাত্মের দিকে ঝোঁক বাড়বে। দীর্ঘ দূরে কোথাও যাত্রা করতে পারেন, যার ফলে আপনার লাভ হবে। মুনাফার রাস্তা বাড়বে। পার্টনারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে। প্রেম জীবন ভালো কাটবে।
( Budh Shani Kendra Drishti: বুধ-শনির কেন্দ্র দৃষ্টিতে প্রশংসা, অর্থলাভের বন্যা বইবে! লাকিদের লিস্টে মীন সহ ৩ রাশি)
সিংহ
এই রাশির জাতক জাতিকাদের খুব লাভ আসতে পারে। আধ্যাত্মের প্রতি আপনার রুচি বাড়বে। আপনি কোথাও যাত্রা করতে পারেন। কাজের বোঝ থাকলে তা আরও বাড়তে পারে। আপনি কোনও বিশেষ কৌশলে এই কাজের বোঝার চাপ কমিয়ে নিতে পারেন। ব্যবসায় খুব লাভ হবে। টাকা রোজগারের রাস্তা খুলে যাবে। স্বাস্থ্য ভালো থাকবে।