বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ থেকেই শুরু হয়ে গিয়েছে, একাধিক রাশির জাতক জাতিকার ভালো সময়। ধন আর বৈভবের দাতা শুক্র গ্রহ আজ ২৩ মার্চ মীন রাশিতে উদিত হচ্ছেন। শুক্রের চলনে যদি সামান্য কোনও পরিবর্তন হয়, তাহলে তা বৈভব, ধন, ঐশ্বর্য এই সমস্ত ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে থাকে। শুক্রের উদয় ১২ রাশিতে প্রভাব বিস্তার করে থাকে। দেখা যাক, আজ ঘটে যাওয়া শুক্রের উদয়ের ফলে কারা কারা ভাগ্যবান হতে চলেছেন।
বৃষ
আপনার জীবনে দারুন কিছু ভালো বদল হতে পারে। কেরিয়ার আর ব্যবসায় সাফল্য আসতে পারে। চাকরিরতদের প্রমোশন হতে পারে। ব্যবসায়ীরাও ভালো মুনাফা পেতে পারেন। কোথাও যদি লগ্নি করেন, তাহলে তা থেকেও ভালো রোজগার হতে পারে। আপনার ব্যক্তিত্ব আর কমিউনিকেশন স্কিল আগের থেকে ভালোর দিকে যেতে পারে। কোনও সৃষ্টিশীল কাজে আপনি সাফল্য পেতে পারেন।
কর্কট
এই সময় আপনার ভাগ্যে আসতে পারে বিপুল চমক। বিবাহিতদের বিয়ের যোগ জোরালো হবে। যাঁরা অবিবাহিত তাঁরা ভাগ্যের সহযোগিতা পাবেন। আর্থিক সমস্যা থাকলে তা কেটে যাবে। ধীরে ধীরে আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে। কেরিয়ারের দিক থেকেও আপনার দিকেই আসবে সমস্ত কিছু। আপনি কোনও প্ল্যানিং করে কোরিয়ারে ভালো কিছু লাভ করতে পারেন। খেলাধুলো আর প্রতিযোগিতার ক্ষেত্রে ভালো প্রদর্শন করতে পারবেন।
( RJ মহাবশ কে? চাহাল-ধনশ্রী ডিভোর্সের মাঝে চর্চায় থাকা এই রেডিও জকি সম্পর্কে এই খবরগুলি কি জানেন?)
বৃশ্চিক
শুক্রের উদয়ের ফলে চাকরিরতদের প্রমোশন হবে। নতুন চাকরির অফার আসবে। ব্যবসায়ীদের জন্য ভালো মুনাফা পকেটে আসার সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে রোম্যান্স আর অংশীদারি বাড়বে। সম্পর্ক এরফলে মজবুত হতে পারে। আর্থিক দিক থেকে এই সময় ভালো যেতে পারে। টাকা সঞ্চয় হবে আরও। বন্ধুরা মিলে কোথাও বেড়াতে যেতে পারেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )