আজ রাতে রাশি পরিবর্তন করতে চলেছেন শুক্র গ্রহ। রাত ৮ টা ৩৯ মিনিটে মীন রাশি থেকে বেরিয়ে প্রবেশ করবেন মেষ রাশিতে। তারপর আগামী ১৮ জুন সকাল ৮ টা ২৮ মিনিট পর্যন্ত সেখানেই থাকবেন।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সুখ-সুবিধা, অর্থ, রোমান্সের কারক গ্রহ শুক্রের রাশি পরিবর্তনের ফলে একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। আগামী ২৬ দিন তাঁদের খুব ভালো কাটবে। সেই তালিকায় কারা কারা আছেন, তা দেখে নিন -
মেষ রাশি- শুক্রের গোচরের ফলে মেষ রাশির জাতকদের আর্থিক লাভ হবে। বিনিয়োগ করলে লাভবান হবেন। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্ক মজবুত হবে। মান-সম্মান বাড়বে। পরিবারের সঙ্গে সময় ভালো থাকবে।
মিথুন রাশি- শুক্রের গোচরের ফলে লাভবান হবেন মিথুন রাশির জাতকরাও। তাঁদের আর্থিক অবস্থা ভালো হবে। অর্থ উপার্জনের নয়া দিগন্ত উন্মোচিত হবে। বিবাহিত জীবন সুখকর হবে। জীবনসঙ্গীর (প্রেমিক বা প্রেমিকা) সঙ্গে ভালো সময় কাটাবেন। বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে।
আরও পড়ুন: সোমবার থেকে হচ্ছে ৩ গ্রহের বিশেষ যোগ, চাকরির পরীক্ষার মিলবে সাফল্য
সিংহ রাশি- সিংহ রাশির তৃতীয় এবং দশম স্থানের অধিপতি হলেন শুক্র গ্রহ। সেই শুক্রের রাশি পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। সম্পত্তি থেকে লাভবান হবেন। যাঁরা চাকরির সন্ধানে আছেন, তাঁরা লাভবান হবেন। চাকরিতে কাজের জন্য প্রশংসা মিলবে। স্বাস্থ্য ভালো থাকবে।