Rangbhari Ekadashi Kashi Vishwanath: ফাল্গুন মাসের শুক্লপক্ষের রংভরী একাদশী বাবা বিশ্বনাথের ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এইদিন থেকে কাশীতে হোলি উৎসব শুরু হয়, তাই এখানের মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে রংভরী একাদশী উদযাপন করে। কেন কাশীতে এই দিন থেকে শুরু হয় হোলি উদযাপন, জেনে নিন এখান থেকে।