
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
হিন্দুধর্মমতে অক্ষয় তৃতীয়াকে বেশ তাৎপর্যবাহী একটি তিথি বলে মনে করা হয়। যা ক্ষয় হয়না, এমন জিনিস এই সময় কেনা হয়। এই অক্ষয় তৃতীয়ার দিন বেশ 'মুহূর্ত'র তিথিও পড়ছে বলে জ্যোতিষমতের দাবি। গ্রহের পরিস্থিতি অনুযায়ী এই সময় বেশ কিছু রাজযোগ তৈরি হবে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। অক্ষয় তৃতীয়ার দিনে বৃষ রাশিতে গুরু, চন্দ্রের বিশেষ যুতি তৈরি হবে। যারফলে তৈরি হবে গজকেশরী যোগ। এই দিনে থাকবে অক্ষয় যোগও। এছাড়াও মীন রাশিতে থাকবে চতুর্গ্রহী যোগ, মালব্য যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ। এমন সময়ে দেবী লক্ষ্মীর কৃপা সব রাশিতে পড়তে আরম্ভ করবে। এই সব যোগের ফলে কোন কোন রাশি দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে পারে দেখে নিন।
ধনু
দীর্ঘ দিন ধরে আটকে থাকা কোনও কাজ এবার পাবে পূর্ণতা। চাকা রোজগারের ভাগ্যে মা লক্ষ্মীর কৃপায় পাবেন অপার সাফল্য। শত্রুর দিক থেকে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার প্রতিদ্বন্দ্বীদের উপর কড়া নজর রাখতে পারবেন। নতুন ব্যবসা শুরুর ইচ্ছে থাকলে তা পূরণ হবে। মা লক্ষ্মীর কৃপায় পাবেন তুমুল লাভ। আপনার সব পরিশ্রম এবার লাভ দেবে। পরিবারে সুখ শান্তি থাকবে।
( ‘হয় জল বইবে, নয় রক্ত’, সিন্ধু চুক্তি নিয়ে দিল্লি পদক্ষেপ করতেই পাকিস্তানের বিলাওয়ালের হুঁশিয়ারি)
সিংহ
ব্যবসায় ভালো রোজগার হবে। কোথাও টাকা আটকে থাকলে তা এবার ফেরত পাবেন। কোনও বড় অর্ডার বা প্রজেক্ট পেতে পরেন। বিলাসী জিনিসপত্রের প্রাপ্তি হবে। চাকরিরতদের লাভ হবে। উন্নতির সম্পূর্ণ সুযোগ আসবে। আধ্যাত্মের প্রতি আপনি ঝুঁকবেন। বাড়ি, গাড়ি, কেনার স্বপ্ন পূরণ হবে।
বৃষ
আপনার জন্য অক্ষয় তৃতীয়া লাকি প্রমাণিত হতে পারে। কুবের ও মা লক্ষ্মী, দুজনেরই আশীর্বাদ পাবেন আপনি। সব ক্ষেত্রে আপনি বিপুল সাফল্য পাবেন। ধনলাভের যোগ আসবে। মান সম্মান বৃদ্ধি পাবে। আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাবে। চাকরিরতরা তাঁদের কাজের জন্য পাবেন প্রশংসা। বেতন বৃদ্ধি হবে। পদোন্নতি হবে। আধ্যাত্মের দিকে ঝুঁকবেন। আপনি কোনও ধার্মিক কাজে কোথাও যেতে পারেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলাদেশ।)
6.88% Weekly Cashback on 2025 IPL Sports