Dhanteras: ধনতেরাসে শুধু কেনাকাটা নয় দানও গুরুত্বপূর্ণ, জেনে নিন এই দিন কী কী দান করা শুভ Updated: 29 Oct 2024, 09:00 AM IST Anamika Mitra Things you should donate on Dhanteras: ধনতেরাসের দিনটি সোনা এবং রূপার মতো জিনিস কেনার জন্য খুব শুভ। এছাড়াও, এই দিনে দান করাও আবশ্যক। নাহলে লক্ষ্মী হবে না সদয়। জেনে নিন ধনতেরাসে কোন জিনিস দান করা শুভ।