নতুন বছর কার কেমন কাটবে, তা নিয়ে সকলেই চিন্তাভাবনা করছেন। জ্যোতিষ অনুযায়ী গ্রহ গতির সঙ্গে সঙ্গে রাশির দিনও পাল্টায়। কোন রাশির জাতকদের সময় কেমন কাটবে তা গ্রহের অবস্থান নির্ণয় করে। জ্যোতিষীদের মতে ২০২২ সাল ৫টি রাশির জাতকদের জন্য আনলাকি।
মেষ- এই রাশির প্রেমী জাতকদের জীবনে নানান চ্যালেঞ্জ আসবে। বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনি ও বুধের যুতির কারণে ছোটখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া মে মাসের মধ্য ভাগ থেকে অগস্ট পর্যন্ত মীন রাশিতে মঙ্গলের গোচর হওয়ায় হজম সংক্রান্ত সমস্যার কারণে কষ্ট হতে পারে।
মিথুন- গ্রহের অবস্থান অনুযায়ী এই রাশির জাতকরা ২০২২ সালে নানান চ্যালেঞ্জের মুখে পড়বেন, আবার এঁদের জীবনে একাধিক ভালো সুযোগও আসবে। এই বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনি এই রাশির অষ্টম স্থানে উপস্থিত থাকবে। এর ফলে আর্থিক লোকসান হতে পারে। এর পাশাপাশি স্বাস্থ্য সমস্যা ও কষ্ট ভোগ করতে হতে পারে। মিথুন রাশির জাতকদের পরীক্ষা নেবে এই সময়। এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অ্যাসিডিটি, গাটে ব্যথা, সর্দি-কাশির মতো স্বাস্থ্য সমস্যা উৎপন্ন হবে।
কর্কট- রাশির সপ্তমে উপস্থিত শনির প্রভাবে জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হবে। ১৬ জানুয়ারি ধনু রাশিতে মঙ্গলের গোচর আত্মবিশ্বাস বাড়াবে। এপ্রিল মাসে অন্য কোনও গ্রহের গোচরের ফলে জীবনে পরিবর্তন দেখা দেবে। এ ছাড়াও এপ্রিলের শেষ থেকে জুলাইপর্যন্ত কুম্ভ রাশিতে শনির গোচরের ফলে আর্থিক জীবন প্রভাবিত হবে। এর পর এপ্রিল থেকে অগস্ট পর্যন্ত সময় আপনার জন্য ফলদায়ী।
কন্যা- ২০২২ সালে স্বাস্থ্যের দিক দিয়ে কন্যা রাশির জাতকদের জীবনে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। এপ্রিল, জুন ও সেপ্টেম্বর মাস আপনার রাশির জন্য অনুকূল। এ সময় নিজের স্বাস্থ্যের যত্ন নিন। ২৬ ফেব্রুয়ারি মঙ্গল মকর রাশিতে প্রবেশ করায় আপনার পঞ্চম স্থানকে প্রভাবিত করবে। কন্যা রাশির জাতকরা এর সুফল লাভ করবে।
ধনু- বছরের শুরুতে ধনু রাশিতে মঙ্গলের গোচরের ফলে এই রাশির জাতকদের মানসিক চিন্তা ও অবসাদ বাড়বে। আবার সপ্তম স্থানে মঙ্গলের দৃষ্টি থাকায় পারিবারিক জীবনে মতভেদ উৎপন্ন হতে পারে। আবার জানুয়ারি মাসে মকর রাশিতে সূর্য ও শনির যুতির ফলে দাম্পত্য ও প্রেম জীবনে নানান সমস্যা এবং ভুল বোঝাবুঝি জন্ম দিতে পারে। এমন পরিস্থিতিতে নিজের শব্দের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি।