Mars retrograde in Gemini: বক্রী অবস্থায় বুধের ঘরে প্রবেশ সেনাপতির, ৪ রাশির বদলাবে সময়, ফিরবে আর্থিক অবস্থা Updated: 11 Jan 2025, 04:15 PM IST Anamika Mitra Mars retrograde in Gemini: মকর সংক্রান্তির পর, ২১ জানুয়ারী, মঙ্গল ২০২৫ সালে তার প্রথম গোচর করবে, যেখানে এটি বক্রী অবস্থায় মিথুন রাশিতে প্রবেশ করবে এবং পুরো ৪৫ দিন ধরে বিশেষ প্রভাব ফেলবে যা চারটি রাশির জন্য হবে উপকারী, আসুন জেনে নিই এ সম্পর্কে।