Maha Shivratri Vrat Rules:মহাশিবরাত্রিতে ভুল করেও কিনবেন না এই জিনিস, ভোলেনাথের রোষে মিলবে না ব্রতের ফল Updated: 21 Feb 2025, 06:00 PM IST Anamika Mitra Maha Shivratri Vrat Rules: মহাশিবরাত্রি হল ভগবান শিব এবং মা পার্বতীর পুজোর একটি মহান উৎসব। এবার মহাশিবরাত্রি ২৬ ফেব্রুয়ারি পড়ছে। এমন পরিস্থিতিতে, আসুন জেনে নিই মহাশিবরাত্রির দিনে কোন কোন জিনিস কেনা এবং বাড়িতে আনা উচিত নয়।