জ্যোতিষশাস্ত্রে গ্রহরা সময়ে সময়ে নিজের অবস্থান পাল্টে ফেলে। তার প্রভাব সমস্ত রাশিতে পড়ে। এর জেরে বহু রাশিতে লাভের মুখ দেখেন জাতক জাতিকারা, আবার অনেকের ভাগ্যে আসে দুর্ভাগ্যের ছায়া। তেমনই এবার রাহু, শুক্রকে সঙ্গে নিয়ে তৈরি করতে চলেছেন যুতি। তাও আবার জানুয়ারি মাসের শেষেই রয়েছে তাঁদের যুতি। যার ফলে, জানুয়ারির শেষে রাহুর সঙ্গে শুক্রের যুতি তৈরি হবে। দেখা যাক, এরফলে কারা কারা লাভের মুখ দেখতে পাবেন।
কর্কট
এই যুতি আপনার জন্য অত্যন্ত লাভদায়ী হবে। কারণ এই যুতি আপনার রাশিতে নবমস্থানে তৈরি হতে চলেছে। এই সময় আপনার ভাগ্যে তুমুল উন্নতির যোগ দেখা যাবে। আপনি কাজের সূত্রে কোথাও বেড়াতে যেতে পারেন। যা শুভ প্রমাণিত হবে। কোনও কাজ যদি আটকে থাকে, তাহলে তার লাভ পেতে পারেন। সৌভাগ্যের সমর্থন আপনি সর্বদা পেতে থাকবেন। আপনার আটকে থাকা ঋণও এবার পরিশোধ হবে। কোনও পরিকল্পনা আগে থাকলে, সাফল্য দেবে। আয় বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে। জীবনসঙ্গীর কৃপা পাবেন।
( Gaja Kesari yog Lucky Zodiac Sign: জানুয়ারিতেই গজকেশরী যোগে বৃষ সহ ৩ রাশি লাকি! চন্দ্র, মঙ্গলের কৃপায় কার কী লাভ হবে?)
কন্যা
এই সময় বিবাহিতদের ভালো সময় কাটতে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটতে চলেছে। জীবনসঙ্গীর সহযোগিতা সব কাজে পাবেন। প্রেমের সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। প্রেমের ক্ষেত্রে সঙ্গিনীর সঙ্গে কাটবে ভালো সময়। যাঁরা অবিবাহিত, তাঁদের জীবনে বিয়ের প্রস্তাব আসতে পারে। প্রতিটি কাজে সাফল্য আসতে পারে। বহু দিন ধরে আটকে থাকা কাজ পুরো হতে পারে।