আজ (রবিবার) সকাল ৬ টা ১১ মিনিটে বুধ উদিত হয়ে গিয়েছেন। তার ফলে একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। কারক জ্যোতিষশাস্ত্রে বুধকে ব্যবসা, বুদ্ধির কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। বুধ উদিত হওয়ার ফলে কোন কোন রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন, তা দেখে নিন একনজরে -
মেষ- ৩০ জানুয়ারি থেকে মেষ রাশির জাতকদের আটকে থাকা কাজ আবার গতি পাবে। তা পূর্ণ হবে। ভাগ্যের পুরো সহায়তা পাবেন। আয় বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে। চাকরিতে নয়া সুযোগ পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে বড় কোনও চুক্তি পাকা হতে পারে।
বৃষ- বুধ গ্রহের উদয় হওয়ার বিষয়টি বৃষ রাশির জাতকদের জন্য লাভজনক বলে বিবেচিত হবে। বুধের প্রভাবে আপনার হাতে আচমকা টাকা আসবে। নয়া চাকরির প্রস্তাব মিলতে পারে। এই সময় ভাগ্যের পুরো সহায়তা পাবেন।
ধনু- ধনু রাশির জাতকদের হাতে অর্থ আসবে। আপনার রাশিতে সূর্য, বুধ এবং শনির যুতি আছে। তার ফলে এই সময় লেনদেন করলে লাভবান হবেন। সন্তানের তরফে সুখবর পাবেন।
মীন- বুধের উদয়ের ফলে মীন রাশির জাতকরা শুভ ফল পাবেন। বুধের উদয়ের ফলে লাভবান হবেন মীন রাশির জাতকরা। বুধের প্রভাবে কাজে সাফল্য মিলবে। পারিবারিক জীবন সুখী হবে। ব্যবসায় আচমকা মুনাফা লাভ করবেন। আয় বৃদ্ধির যোগ তৈরি হবে।