Dhanteras 2023: মঙ্গলকামনার উৎসব ধনতেরাস, এ দিন বাড়িতে কেন ১৩টি মাটির প্রদীপ জ্বালানো হয় Updated: 09 Nov 2023, 09:00 PM IST Priyanka Bose Dhanteras 20233: পাঁচদিন ধরে চলা দীপাবলি উত্সবের প্রথম দিনটিকে বলা হয় ধনতেরাস। দীপাবলিতে নিয়ম অনুসারে মোট ১৩টি মাটির প্রদীপ জ্বালানো হয়। ভূত চতুর্দশী, ধনতেরস, দীপাবলি, শ্যামপুজো, লক্ষ্মীপুজোর মাধ্যমে এই উত্সব পালন করা হয়ে থাকে।