জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদের চাল বিভিন্ন সময়ে পাল্টাতে থাকে। আর তার প্রভাবে জাতক জাতিকাদের জীবনে নানান রকমের প্রভাব বিস্তার হয়। জ্যোতিষশাস্ত্র বলছে, আসন্ন সময়ে চতুর্গ্রহী যোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। বাংলা নববর্ষ ২০২৫ সালের ১৫ এপ্রিলে পড়েছে। আর চতুর্গ্রহী যোগ পড়েছে ১৪ এপ্রিল। ওই দিন বুধ, শনি, শুক্র, রাহুর মেলবন্ধনে তৈরি হবে চতুর্গ্রহী যোগ। জ্যোতিষশাস্ত্রমতে তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। লাকি কারা?
বৃষ
চতুর্গ্রহী যোগের সোজাসুজি প্রভাব আপনার লাভের অংশে পড়বে। এই সময়কালে, আয়ের নতুন উৎস তৈরি হতে পারে এবং হঠাৎ আর্থিক লাভ হতে পারে। কর্মজীবনে অগ্রগতির দ্বার উন্মোচিত হবে, বিনিয়োগ লাভবান হবে এবং আর্থিক অবস্থান আগের চেয়ে শক্তিশালী হবে। পারিবারিক পরিবেশ মনোরম থাকবে এবং স্বাস্থ্যও ভালো থাকবে।
কর্কট
কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যস্থানে এই যোগ তৈরি হচ্ছে। সব কাজে ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। যাঁরা কোনও কাজ শুরু করতে যাচ্ছেন, তাঁরা সবচেয়ে বেশি লাভ পাবেন। আপনি বড় লক্ষ্য অর্জনে সফল হবেন এবং ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পাবে। আর্থিক লাভের সুযোগ বৃদ্ধি পাবে, ছোট ভ্রমণ সম্ভব যা কোনও প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগের মাধ্যম হয়ে উঠতে পারে। শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কন্যা
আপনি যদি ব্যবসায়িক অংশীদারিত্বে থাকেন, তাহলে লাভ এবং অগ্রগতির লক্ষণ রয়েছে। অবিবাহিতরা ভালো বিয়ের প্রস্তাব পেতে পারেন। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন এবং পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। এই সময়টি জীবনের ইতিবাচক পরিবর্তন এবং অগ্রগতির ইঙ্গিত দেয়।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)