পরবর্তী খবর
বাংলা নিউজ > ভাগ্যলিপি > শ্রাবণে লগ্ন মেনে শিবের মন্ত্র জপ করলে পাবেন মহাদেবের আশীর্বাদ, জেনে নিন
শিবের উপাসনা করলে ব্যক্তি অনন্য সুখ ভোগ করে মোক্ষ লাভ করে। নিজের ভক্তদের কষ্ট দূর করেন মহাদেব। ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে গঙ্গাধরের প্রিয় মাস শ্রাবণ। এ সময় শিবের বিশেষ পুজো করা হয়। এই মাসে শিব পুজো করলে মহাদেবের অনন্য আশীর্বাদ লাভ করা যায়। এই মাসে শিব পুজোর সময় নিজের লগ্ন মেনে শিব মন্ত্র জপ করলে মহাদেবকে প্রসন্ন করা যায়। এর ফলে জীবনে সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য বাড়তে পারে। কোন লগ্নের জাতকদের শিবের কোন মন্ত্র জপ করা উচিত জেনে নিন—
মেষ লগ্ন- ওম শিতিকণ্ঠ নমঃ।
বৃষ লগ্ন- ওম শাশ্বত নমঃ।
মিথুন লগ্ন- ওম কবচী নমঃ।
কর্কট লগ্ন- ওম ললাটাক্ষ নমঃ।
সিংহ লগ্ন- ওম অপবর্গপ্রদ নমঃ।
কন্যা লগ্ন- ওম পিনাকী নমঃ।
তুলা লগ্ন- ওম পুরারাতী নমঃ।
বৃশ্চিক লগ্ন- ওম অনিশ্চর নমঃ।
ধনু লগ্ন- ওম পরশুরাম নমঃ।
মকর লগ্ন- ওম তারক নমঃ।
কুম্ভ লগ্ন- ওম ত্রিলোকেশ নমঃ।
মীন লগ্ন- ওম গিরিপ্রিয় নমঃ।