
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। ৩ মে, মঙ্গলবার অক্ষয় তৃতীয়া পালিত হবে। জ্যোতিষাচার্যদের মতে, মঙ্গল রোহিণী নক্ষত্রের শোভন যোগে চলতি বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে। ৩০ বছর পর এমন শুভ যোগে অক্ষয় তৃতীয়া পালিত হবে।
জ্যোতিষ গণনা অনুযায়ী বৈশাখ শুক্ল পক্ষের তৃতীয়ায় প্রায় ৫০ বছর পর দুই গ্রহ উচ্চ রাশিতে বিরাজ করবে। আবার দুটি গ্রহ স্বরাশিতে বিচরণ করবে। শুভ যোগ ও গ্রহের পরিস্থিতির কারণে অক্ষয় তৃতীয়ায় স্নান ও দান করার ফলে পুণ্য লাভ হবে। প্রচলিত ধারণা অনুযায়ী অক্ষয় তৃতীয়ার দিনে জল ভরতি ঘটের ওপর ফল রেখে দান করলে শুভ ফল লাভ করা যায়। এ ছাড়াও অক্ষয় তৃতীয়ায় অবুঝ মুহূর্ত থাকায় এদিন যে কোনও শুভ কর্ম করা যায়।
গ্রহের অবস্থান
অক্ষয় তৃতীয়ায় রোহিণী নক্ষত্র, শোভ যোগ, তৈতিল করণ ও বৃষ রাশিতে চন্দ্র অবস্থান করবে। এ দিন মঙ্গলবার ও রোহিণী নক্ষত্র হওয়ায় মঙ্গল রোহিণী যোগ নির্মিত হচ্ছে। শোভন যোগ থাকায় এ দিনের মাহাত্ম্য বহুগুণ বেড়ে গিয়েছে। এ ছাড়াও পাঁচ দশক পর গ্রহের বিশেষ যোগ দেখা দিয়েছে।
অক্ষয় তৃতীয়ায় চন্দ্র নিজের উচ্চ রাশি বৃষ এবং শুক্র নিজের উচ্চ রাশি মীনে অবস্থান করবে। এ ছাড়াও শনি স্বরাশি কুম্ভ ও বৃহস্পতি নিজের রাশি মীনে বিচরণ করবে। এই চার গ্রহের পরিস্থিতি অক্ষয় তৃতীয়াকে শুভ করে তুলছে।
অক্ষয় তৃতীয়া কবে?
বাংলা পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৯ বৈশাখ বা ৩ মে অক্ষয় তৃতীয়া পড়েছে। দেখে নিন, অক্ষয় তৃতীয়ার শুভ সময় -
১) সকাল ৮ টা ২২ মিনিট থেকে সকাল ১০ টা ১৪ মিনিট।
২) বেলা ১২ টা ৫১ মিনিট থেকে দুপুর ১ টা ১০ মিনিট।
৩) দুপুর ৩ টে ২৯ মিনিট থেকে বিকেল ৫ টা ১৩ মিনিট।
৪) রাত ৯ টা থেকে রাত ১১ টা ১১ মিনিট।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports