বাংলা নিউজ >
দেখতেই হবে > WB: কোথাও রাতে চুরি করতে এসে মদ্যপান.. ভোরে নগদ নিয়ে চম্পট, কোথাও স্কুলের ভিতর দুঃসাহসিক চুরি
WB: কোথাও রাতে চুরি করতে এসে মদ্যপান.. ভোরে নগদ নিয়ে চম্পট, কোথাও স্কুলের ভিতর দুঃসাহসিক চুরি
Updated: 21 Jan 2025, 09:49 PM IST Laxmishree Banerjee সারারাত মদ খেয়ে সকালে গয়না-টাকা নিয়ে পালাল চোর। ওদিকে মেদিনীপুরের স্কুল থেকে চুরি গেল সরস্বতী পুজো সহ অন্যান্য কাজের জন্য তুলে রাখা লক্ষ লক্ষ টাকা। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা এলাকার সুভাষগ্রামের বাসিন্দা গোমস দম্পতি৷ ক্যাটারিংয়ের ব্যবসার পাশাপাশি বাবলু গোমস গাড়িও চালান৷ টুটু গোমস রান্নাবান্নার কাজ করেন৷ এদিন পিকনিকগার্ডেন এলাকায় এক পারিবারিক অনুষ্ঠানে যাওয়ায়, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে বাড়িতে ঢোকে চোরেরা ৷ সারারাত মদ্যপান করে, ভোরবেলা চম্পট দেয় নগদ ৪০ হাজার টাকা ও লক্ষাধিক টাকার গয়না নিয়ে ৷ সিসিটিভির ক্যামেরায় সন্দেহজনকভাবে দুইজনকে বাড়ির ভেতরে প্রবেশ করতেও দেখা গিয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ ওদিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার পলাশচাবড়ী নিগমানন্দ উচ্চবিদ্যালয়েও এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এবিষয়ে স্কুলের কোষাধ্যক্ষ শুভাশিস গোস্বামীর দাবি, সরস্বতী পুজোর টাকা,ভোকেশনাল ফর্ম বিক্রির টাকা,মিডডে মিলের টাকা সহ দেড় লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছে।