Video: মায়ানগরীর স্কুলের ভিতর ঘাপটি দিয়ে ঢুকে গেল লেপার্ড! এরপর?
লেপার্ডের হানার নানান কাহিনি বিভিন্ন সময় শোনা যায়। তবে এইন ঘটনা একেবারে গায়ে কাঁটা দেওয়ার মতো! ঘটনা মহারাষ্ট্রের। শুধু তাই নয়, ঘটনা মহারাষ্ট্রের মায়ানগরী মুম্বইয়ের। সেখাবে গোরেগাঁও এলাকায় একটি স্কুলে ঢুকে গিয়েছিল লেপার্ড। স্কুলের বাথরুমে সে আটকে পড়ে। স্বভাবতই তুলকালাম কাণ্ড বাঁধে। শেষে লেপার্ডকে উদ্ধার করে নেয় বনদফতর।