বাংলা নিউজ >
দেখতেই হবে >
Viral Video: তৃণমূল বিধায়ক প্রিয়া পালের 'মারের বদলা মার' মন্তব্যে কী বলছে সিপিএম, বিজেপি?
Updated: 23 Aug 2022, 10:03 PM IST
লেখক Sritama Mitra
হাওড়ার সাঁকড়াইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পালের 'মা... more
হাওড়ার সাঁকড়াইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পালের 'মারের বদলা মার' মন্তব্য ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। সাঁকরাইল চাঁপাতলার সামনে একটি পথসভা থেকে তিনি এই মন্তব্য করেন। উল্লেখ্য, সদ্য বাংলার রাজনীতি ঘিরে এসএসসি দুর্নীতি, গরু পাচারকাণ্ড ঘিরে বিজেপি ও সিপিআইএম সোচ্চার হয়েছে। সেই প্রেক্ষাপটে প্রিয়া পাল বলছেন, 'মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও কথা বললে মাইক ভেঙে দেব।' এদিকে বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে বিজেপি। অন্যদিকে, মুখ খুলেছে সিপিআইএমও।