শুধু খিচুড়িই খাওয়ানো হচ্ছে পড়ুয়াদের, মিড ডে মিল নিয়ে অভিযোগ হাওড়ার স্কুলে
Updated: 31 Jan 2025, 01:11 AM IST Laxmishree Banerjee মিড ডে মিলে শুধুই খিচুড়ি খাওয়ানো হচ্ছে পড়ুয়াদের। হাওড়ার জগৎবল্লভপুরের হাঁটাল হরিজন বিদ্যামন্দির অঙ্গনওয়াড়ি স্কুল প্রসঙ্গে এমনই চাঞ্চল্যকর অভিযোগ অভিভাবকদের। অভিভাবকদের অভিযোগ বেশ কয়েক মাস ধরে অঙ্গনওয়াড়ি স্কুলের মিড ডে মিলের খিচুড়িতে সবজি দেওয়া বন্ধ করা হয়েছে। এই বিষয়ে স্কুলের এক শিক্ষাকর্মীকে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি আমার টাকা থেকে বাচ্চাদের খাওয়াতে পারব না। যেই টাকা সরকার দিয়েছে সেই টাকায় জ্বালানি কিনতেই শেষ হয়ে যায়, তাই সবজি কেনা সম্ভব না।