Rukmini: মহারাজের সামনে হাঁটুগেড়ে বসে, বেলুড়মঠে গিয়ে কী বললেন রুক্মিণী?
Updated: 19 Jan 2025, 04:17 PM IST সম্পাদনা করেছেন Ranita Goswami রুক্মিণী লেখেন, আজ থেকে ১৪০ বছর আগে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ পেয়েছিলেন নাট্য মঞ্চের কিংবদন্তী অভিনেত্রী বিনোদিনী দাসী। তাঁর পথ অনুসরণ করে আমি এবং পরিচালক রাম কমল মুখার্জি বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণ মন্দিরে উপস্থিত হয়েছিলাম তাঁর আশীর্বাদ নিতে। ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান‘ ছবি মুক্তির আগে 'চৈতন্য লীলার' কীর্তন 'হরি মন মজায়ে' গানটি প্রকাশ করলেন বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ। ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ কাছে আজ আমাদের এই প্রার্থনা, যে সবার মঙ্গল হোক।