'কাঁচা বাদাম' এখন পুরনো! গাড়ি দুর্ঘটনার পর ভুবন বাদ্যকর বাঁধলেন নয়া গান
সদ্য গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন সেলেব্রিটি ভুবন বাদ্যকর। 'কাঁচা বাদাম' গান খ্যাত ভুবন বাদ্যকর সদ্য দুর্ঘটনার শিকার হন। গাড়ি চালাতে গিয়ে তিনি আঘাত পেয়েছিলেন। এরপর সেই গাড়ি দুর্ঘটনা নিয়ে নয়া গান বাঁধলেন ভুবন বাদ্যকর। গানের কপি রাইটের জন্য এক বেসরকারি স্টুডিওর তরফে তাঁর হাতে তুলে দেওয়া হয় দেড় লক্ষ টাকার চেক। 'বাদাম কাকু' হিসাবে খ্যাত ভুবন জানান, ছেলের জন্য কিনেছিলেন সেকেন্ড হ্যান্ড গাড়ি। আর তা চালাতে গিয়েই ঘটে যায় দুর্ঘটনা।