Updated: 10 Dec 2020, 01:45 PM IST
HT Bangla Correspondent
কৃষক আন্দোলন নিয়ে তোলপাড় উত্তর ভারত। ক্রমশ আন্তর্জাতিক মহলেও এর প্রভাব পড়ছে। ইতিমধ্যেই এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একই ভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে বার্তা দিতে বলেন সেখানকার সাংসদ তন্মনজিৎ সিং। কৃৃষক আন্দোলনের সমর্থনে বক্তব্য রাখার পর তিনি বরিস জনসনকে এই নিয়ে কথা বলতে বলেন। উত্তরে জনসন হঠাৎ করে ভারত-পাকিস্তান সমস্যা নিয়ে কথা বলেন ও দুই দেশকে মিটমাট করে নিতে বলেন। জনসন কি সত্যিই দুটি বিষয় গুলিয়ে ফেলেছিলেন নাকি কৌশলে এড়িয়ে গেলেন সেই বিষয়টি, এই নিয়েই প্রশ্ন উঠছে।