Updated: 23 Feb 2021, 02:35 PM IST
HT Bangla Correspondent
সদ্য পুদুচেরিতে সরকার হারিয়েছে কংগ্রেস। তারপরেই খোঁচা খাওয়া বাঘের মতো এবার বিজেপির বিরুদ্ধে উঠে পড়ে লাগল সোনিয়া গান্ধীর দল। হরিয়ানায় কৃষক আন্দোলনের জেরে কিছুটা কঠিন উইকেটে বিজেপির সরকার। সেই সুযোগ নিয়ে এবার মনোহর লাল খট্টরের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চায় বিজেপি।
প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা বলেন যে ইতিমধ্যেই দুইজন নির্দল বিধায়ক শাসকের হাত ছেড়েছে। বিজেপির মধ্যেও অনেকে দুর্নীতির অভিযোগ এনেছেন। একবার অনাস্থা প্রস্তাব আনলে কে কোন দিকে সব স্পষ্ট হয়ে যাবে বলে তাঁর দাবি। প্রসঙ্গত, খট্টর সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করার চাপ বাড়ছে শরিক জেজেপি-র দুষ্মন্ত চৌটালার ওপর। জাটরা বিপুল সংখ্যায় উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছেন। তাই হরিয়ানার জেজেপি-র ওপরেও চাপ বাড়ছে কারণ তাদেরও মূল ভোটব্যাঙ্ক হচ্ছে জাট কৃষক। তাই অনাস্থা প্রস্তাব বিজেপি সহজেই হারাতে পারবে, এমনটা মনে করছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা।