Updated: 14 Sep 2020, 05:29 PM IST
HT Bangla Correspondent
লকডাউন করে কী হল, যেখানে এত লোকের করোনা হচ্ছে এখন। এই প্রশ্ন ঘুরছে অনেকের মনে। এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বললেন লকডাউনের ফলে ৩৭-৭৮ হাজার মানুষের প্রাণ রক্ষা করা গিয়েছে।এছাড়াও প্রায় ১৪-২৯ লক্ষ মানুষের করোনা হওয়া থেকে রুখেছে লকডাউন, বলে কেন্দ্রের দাবি।
হর্ষবর্ধন বলেন ওই চার মাস সময় ধরে স্বাস্থ্যব্যবস্থাকে উন্নত করা হয়েছে, অতিরিক্ত মানব সম্পদকে জড়ো করা হয়েছে করোনা রোখার জন্য। একই সঙ্গে পিপিই, মাস্ক ও ভেন্টিলেটরের উৎপাদন শুরু হয়েছে ভারতে। তিনি বলেন যে আইসোলেশন বেডের সংখ্যা বেড়েছে ৩৬.৩ গুণ, আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২৪.৬ গুণ।
তিনি বলেন এখনও ভারতে প্রতি দশ লক্ষ জনসংখ্যায় কেসের সংখ্যা ৩৩২৮ ও মৃত্যুর সংখ্যা ৫৫, যা সারা বিশ্বের মধ্যে অন্যতম কম। লকডাউনের ফলেই বিপুল সংখ্যক মানুষের (৩৭-৭৮ হাজার) প্রাণ বেঁচেছে বলেও তিনি জানান। সব মিলিয়ে বিশ্বে দ্বিতীয় আক্রান্ত হলেও ভারতের করোনা রেকর্ডকে এখনও ভালো বলে দাবি করছে কেন্দ্র।