শান্তিপুর তথা নদিয়ার প্রাচীন কালীপুজোগুলির মধ্যে অন্যতম মহিষখাগীর পুজো। পুজো ঘিরে কথিত রয়েছে নানান কাহিনি। ৩৫০ বছরের এই পুজো ঘিরে ভক্ত সমাগমও কম হয় না। শোনা যায়,নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পেয়ে মন্দির নির্মাণ করেন। পুজো ঘিরে রয়েছে নানান রীতি নীতি। পুজোয় দেবীর নিরঞ্জনের সময় রয়েছে নানান রীতি। নিরঞ্জনের আগে মাতা মহিষখী মাকে দেওয়া হয় পান্তা ভাত, খয়রা মাছ এবং রুইমাছের ভোগ। শোনা যায় এখানে রাজা কৃষ্ণচন্দ্রের আমলে ১০৮ মহিষ বলি হত এখানে। এই পুজো ঘিরে কী কী প্রথা রয়েছে? শোনা যাক।