'বাংলা গান চাই না' শুনে প্রতিবাদ ইমনের! বললেন, 'ভণ্ডামি কোরো না'
- বাংলা গান শুনতে চাই না… ইমনের কনসার্টে এমনই কথা বলেন শ্রোতা। এরপর যেভাবে গায়িকা প্রতিবাদ করলেন, তা মন ছুঁয়ে নিয়েছে বাংলার মানুষদের। ‘অন্য রাজ্যে এমনটা হলে…’, রীতিমতো ধমক লাগাতে দেখা গেল তাঁকে।