বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: হাঁসখালি ধর্ষণকাণ্ডের মামলা হাইকোর্টে, ধৃত অভিযুক্ত জেরায় কী জানাল?
Updated: 11 Apr 2022, 09:59 PM IST
লেখক Sritama Mitra
হাঁসখালি মামলার জল গড়াল আদালতে। কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে ২টি জনস্বার্থ মামলা। গোটা ঘটনার সূত্রপাত সোমবার, তবে তা নিয়ে নাবালিকার পরিবার থানায় অভিযোগ করে শনিবার। হাঁসখালির নাবালিকার মৃত্যুর ঘটনায় উঠছে ধর্ষণের অভিযোগ। অভিযোগ রয়েছে, তৃণমূলের নেতার ছেলে ব্রজগোপাল গয়ালের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, খুন সহ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে। এদিকে, অভিযোগ, জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় ওই নাবালিকাকে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তৃণমূল নেতার পুত্রকে। এদিকে, গোয়েন্দাদের দাবি, জেরায় ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে এই অভিযুক্ত। অন্যদিকে, ঘটনার দিন যে চিকিৎসকের কাছে নাবালিকাকে নিয়ে যাওয়া হয় তাঁর দাবিতে চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকি শ্মশানকর্মীর দাবি, ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ দাহ করা হয়। এদিকে বিষয়টি নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'কাউকে কিছু না জানিয়ে নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন কী ভাবে এর তদন্ত করবে পুলিশ?'