রাজ আমলের রীতি মেনে কোচবিহারের বড়দেবীর পুজো শুরু! রইল ভিডিয়ো
Updated: 13 Aug 2024, 10:00 PM IST Sayani Rana রাজ আমলের রীতি মেনে কোচবিহারে শুরু হল রাজ আমলের বড়দেবীর পুজো। মঙ্গলবার শ্রাবণের শুক্লাষ্টমীতে কোচবিহার গুঞ্জুবাড়ী এলাকায় ভাঙড়াই মন্দিরের এই পুজোর সূচনা হয়। ময়না গাছের ডাল কেটে সেই কাঠকে মাতৃরূপে পূজা করা হয়। প্রত্যেক বছরের মতোই এদিনও পূর্ণ নিয়ম নিষ্ঠা মেনে এই পূজা হয়। ডাঙ্গরাই মন্দিরে এই পুজো শেষ হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় নিয়ে যাওয়া হয় মদনমোহন মন্দিরে। বিস্তারিত দেখে নিন ভিডিয়োয়।